চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১৮:১৬ |  আপডেট  : ৭ মে ২০২৫, ১২:২৮

বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক তিনটি মাদক মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠিয়েছে। 

জানা যায়, গত রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা, ২ লিটার চোলাই মদ সহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নশরতপুর ইউনিয়নের অর্জুনগাড়ী গ্রামের জামাল উদ্দীনের পুত্র মিকরাইল (২৫), উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামের শুকলাল রবিদাসের পুত্র গৌতম রবিদাস (৪০), তালশন গ্রামের মৃত আঃ মালেকের পুত্র আশরাফুল ইসলাম (৪১) এবং পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার বোদলা গ্রামের মৃত বিশ্বনাথ প্রাং এর পুত্র চন্দন কুমার (৩৪)। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, মাদকদ্রব্য আইনে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত