চলে গেলেন লৌহজং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফুক্কু বেপারী
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১৮:২১ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৪
আজ (আগষ্ট) বিকেল ৪ টান৩০ মিনিটে লৌহজং উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান সিরাজুল আলম ফক্কু বেপারী লৌহজংয়ের তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ফক্কু বেপারী জাতীয় পার্টির সময়কালে লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি লৌহজং উপজেলা বিএনপির সাবেক সভাপতি , পরবর্তীতে সময়ে আওয়ামী লীগে যোগ দিয়ে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
মরহুমের জানাজার নামাজ বাদ মাগরিব ঘৌড়দৌর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
সিরাজুল আলম ফক্কু বেপারীর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব রশিদ সিকদার শোক প্রকাশ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত