চলে গেলেন কাউনিয়ায় মহিলা কলেজের শিক্ষক মহেন্দ্রনাথ রায় 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৭ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১৬:২৯

কাউনিয়া মহিলা কলেজের গনিত বিষয়ের সহকারী অধ্যাপক মহেন্দ্রনাথ রায় বেশ কিছুদিন থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে সোমবার কাউনিয়া মেডিকেলে ইহলোক ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। সোমবার দুপুর ১২টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য হলদীবাড়ি গ্রামের তার বাসা থেকে লাশ কাউনিয়া মহিলা কলেজে আনা হলে শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ শতশত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর তার নিজ গ্রামের বাড়ি প গড়ের দেবীগঞ্জে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার শেষ কার্যসম্পাদন করা হয়। মৃত্যু কলে স্ত্রী, ২পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জনপ্রিয় একজন শিক্ষককে হারিয়ে কাউনিয়ার মানুষ শোকাহত। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত