জরিপ
চলতি বছর ৮৮০ ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১০:১৫ | আপডেট : ১৪ মে ২০২৫, ০৯:১৫

ইসরায়েলি বিভিন্ন বাহিনীর হাতে গত চলতি বছরে অন্তত ৮৮০ ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি নামের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জরিপকৃত তথ্যের ভিত্তিতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে প্রিজনার্স সোসাইটি। সেখানে বলা হয়, কোনো প্রকার আইনের তোয়াক্কা না করেই আটক হয়েছে ২৬ শিশু। বিনা বিচারে পুলিশের হেফাজতে রয়েছে আরও ২০০ শিশু।
সংস্থাটির তথ্য মতে, হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে অন্তত ১৪৫ শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বেসামরিক নিরীহ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় এবারের যুদ্ধে ১৪ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারমধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। এছাড়া ৩০ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আনাদোলু এজেন্সি
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত