চতুর্থবারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে কড়া ভাষায় সতর্ক করলো ঢাকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫২ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের গোলা বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে পড়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে ফের তলব করে কড়া ভাষায় সতর্ক করেছে ঢাকা। তলবে ঢাকা এই ঘটনার পূনরাবৃত্তি চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে তলব করে সীমান্তে গোলা ছোঁড়ার ঘটনায় তীব্র অসন্তস প্রকাশ করে ঢাকা। এসব ঘটনার ব্যাখ্যাও চাওয়া হয় মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে।

এ নিয়ে কয়েকদিনের ব্যবধানে চতুর্থবারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো। এদিকে রাষ্ট্রদূতকে তলবের আগে আজও মিয়ানমারে গুলির শব্দে কেঁপেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা। এতে স্থানীয়দের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল নয়টায় সীমান্তের কয়েকটি এলাকা দিয়ে মিয়ানমারে বোমার ও গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এক মাসের বেশি সময় ধরে মিয়ানমার সেনাবাহিনী ও আরকান বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে কয়েকবার বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে গোলা পড়েছে। এতে একজন নিহত হওয়ার পাশাপাশি কয়েকজনের আহত হওয়ারও ঘটনা ঘটেছে। ফলে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড কোনারপাড়া ও তমব্রু সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত