গ্রিড বিপর্যয়ে প্রায় বিদ্যুৎহীন পাকিস্তান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:২২ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২

পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ে প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো দেশ । করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ারসহ দেশটির কোনো বড় শহরে বিদ্যুৎ নেই।

সোমবার সকাল থেকে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

“প্রাথমিক তথ্য অনুযায়ী আজ সকাল প্রায় ৭টা ৩৪ মিনিটের দিকে (স্থানীয় সময়) জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে, এতে বড় ধরনের বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। সিস্টেম পুনরুজ্জীবিত করতে দ্রুত কাজ করা হচ্ছে,” বিবৃতিতে বলেছে তারা।


পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগির জিও টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, সোমবার সকালে সঞ্চালন লাইন চালু করার পর দেশের দক্ষিণাঞ্চলে জামশরো ও দাদু শহরের মধ্যবর্তী এলাকায় ফ্রিকোয়েন্সির ক্রমাগত পরিবর্তন হচ্ছে বলে খবর আসে।   

“ভোল্টেজ ওঠানামা করতে থাকে তারপর এক এক করে সঞ্চালন লাইনগুলো বন্ধ হয়ে যায়। তবে এটা বড় ধরনের কোনো সংকট না,” বলেছেন তিনি।

দেশটির কিছু গ্রিডে সঞ্চালন ইতোমধ্যে স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন এ বিদ্যুৎমন্ত্রী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত