গ্রাইন্ডিং পাথরের আঘাতে শ্রমিকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১৩:৪৯ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

ফাইল ছবি

রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে ‘পানামা রাবার কারখানায়’ কাজ করার সময় গ্রাইন্ডিং পাথরের আঘাতে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

দেলোয়ার ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। তিনি পানামা রাবার কারখানায় সান সেকশনে কাজ করতেন।

বিজ্ঞাপণ

দেলোয়ারের সহকর্মী মো. স্বপন জানান, রবিবার কারখানা বন্ধ ছিল। তবে শ্রমিকরা কারখানায় থাকেন। দেলোয়ার নতুন গ্রাইন্ডিং পাথর (পাথরের বড় চাকা) লাগিয়ে, মেশিন চালু করে টেস্ট করতে গেলে পাথরটি বিকট শব্দ করে ভেঙে যায়। ভাঙা একটি টুকরো ছিটকে এসে তার মাথায় লাগে। এতে সে আঘাতপ্রাপ্ত হয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত