গাজায় ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৪:৩৭ |  আপডেট  : ৩ এপ্রিল ২০২৫, ০৪:২৯

উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক মুখপাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে সংবাদ সংস্থাগুলো তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক অভিযান আরও তীব্র করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

আল-আকসা টেলিভিশন এবং শেহাব নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণে জাবালিয়া শহরের একটি তাঁবুতে আশ্রয় নেওয়া অবস্থায় হামাস মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুয়া নিহত হন।

আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খুদারি জানিয়েছেন, ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
খুদারি আরও বলেন, সাম্প্রতিক সময়ে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক হামলা চালিয়েছে। এর মধ্যে গাজা শহরের আস-সাফতাওয়ি এলাকায় একটি বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের ছয়জনকে হত্যা করা হয়েছে।

গত ১৮ মার্চ ইসরায়েল দুই মাসের এক ভঙ্গুর যুদ্ধবিরতি হঠাৎ ভেঙে দিয়ে গাজায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে। গত ১০ দিনে ইসরায়েলের নতুন হামলায় প্রায় ৮৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত সপ্তাহে হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও নিহত হয়েছেন। রবিবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে হামাস নেতা ইসমাইল বারহুমসহ পাঁচজন নিহত হন।

ওই দিন খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতেও হামলা চালানো হয়। এতে হামাসের সিনিয়র রাজনৈতিক নেতা এবং ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য সালাহ আল-বারদাউইল ও তার স্ত্রী নিহত হন।

হামাসের ২০ সদস্যের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী দপ্তরের ১১ জন সদস্য এই যুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করছে। গত জানুয়ারি থেকে গাজায় এ যুদ্ধবিরতি কার্যকর ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের তথ্য অনুসারে, সেদিন হামাস ২৫০ জনকে জিম্মি করেছে। মাঝে কিছু বন্দিকে মুক্তি দেওয়া হলেও এখনও ৫৯ জন আটক আছেন।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী কমপক্ষে ৫০ হাজার ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছে অন্তত ১ লাখ ১৩ হাজার ৮২৮ জন। 

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলায় নতুন করে ১ লাখ ৪২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত