গাংনী হতে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ ৭ মাদকসেবী গ্রেফতার 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৭ |  আপডেট  : ৯ মে ২০২৫, ০৯:১০

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী থেকে ৭ মাদক সেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরাঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত মধ্যে রাতে গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান,বামুন্দী নিশিপুর এলাকায় একদল মাদক সেবী মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিশিপুর গ্রামের খোকন আলীর ছেলে আকুল হোসেন (১৮),এই গ্রামের মহিন উদ্দীনের ছেলে বশির আহমেদ (৩৪),মনিরুল ইসলামের ছেলে রনি (২৩),আব্দুল মতিনের ছেলে হাসিবুল ইসলাম শুভ (৩১),নায়েব আলীর ছেলে আব্দুল হালিম (২০),জিল্লুর রহমানের ছেলে কাবিদুল ইসলাম ওরফে কাদুল (৩৩),নবীছুদ্দীনের ছেলে জহুরুল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত