গাংনীতে অটোবাইকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৪ | আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫০
মেহেরপুরের গাংনীতে অটোবাইকের ধাক্কায় শিলন হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১ টার দিকে পৌর শহরের পশ্চিম মালসাদহ ব্রাক অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। শিলন হোসেন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের কৃষক রাহাতুলের ছেলে এবং স্থানীয় এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
অভিভাবক ও শিলন হোসেনের বন্ধু সাঈদ জানান, গাংনী পৌরসভা থেকে করোনা টিকা নিয়ে আটোবাইক যোগে বাড়ি ফেরার পথে শারীরিক অসুস্থতা দেখা দেয়। অসুস্থতার কারনে অটোবাইকের বাইরে মাথা বের করলে গাংনী গামী অপর একটি অটোবাইকের সাথে মাথায় ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যায়। পরে তাকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত