গলাকাটা দামে সুপারি বিক্রি !

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ২০:২১ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ২২:০০

চলতি সুপারি মৌসুমকে টার্গেট করে প্রতি বছরের ন্যায় এবারও সুপারি ব্যবসায়ীদের সংঘবদ্ধ সিন্ডিকেটের কারণে গলাকাটা দামে সুপারি বিক্রি হচ্ছে হাট বাজার গুলোতে। দেশের বিভিন্ন মোকাম ও স্থানীয় ক্রেতাদের কাছে সুপারির ব্যাপক চাহিদার তুলনায় অপ্রতুল উৎপাদনের কারণে আকাশছোঁয়া দাম থাকলেও এর সুফল থেকে বি ত হচ্ছেন সুপারি বাগান মালিক ও গৃস্থরা। খুচরা বাজারে প্রতি ঘা (২০) টি সুপারির দাম এখন ১৬০ টাকা থেকে ১৮০ টাকা। আর আকারভেদে প্রতি পিস সুপারির দাম ৫ টাকা থেকে ৭ দামে বিক্রয় করছে স্থানীয় পান সুপারির দোকানীরা। 

জানা যায়, বছরের এই সময়ে কাঁচা সুপারির সংকট দেখা দেয়। তার কারণে সুপারি ব্যবসায়ীরা আগে থেকেই বিভিন্ন মোকাম বা স্থানীয় ক্রেতাদের কাছ থেকে কম দামে সুপারি কিনে পচা কাদা মাটির নিচে পুঁতে রাখা পোকাযুক্ত সুপারি এখন বেশি দামে বিক্রি করে আসছে। বগুড়ার পশ্চিমা লে তেমন একটা সুপারি বাগান নেই। ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলা থেকে সুপারি কিনে নিয়ে এসে সিন্ডিকেটের মাধ্যমে এভাবে বেশি মুনাফার লোভে অনিয়মতান্ত্রিক ভাবে এধরনের ব্যবসা করে আসছে বলে জানা গেছে। আদমদীঘি দৈনিক বাজারের পান ব্যবসায়ী বিমল দেবনাথ, পিন্টু মন্ডল, জানান, প্রতি বছর এই সময়ে আমাদের বেশি দামে সুপারি কিনতে হয় তাই বেশি দামেই সুপারি বিক্রি করতে হয়। আদমদীঘি বাজারে আসা একজন পান সুপারি ক্রেতা জানান, প্রতি বছর এসময় সুপারির বাজার অস্থির হয়ে ওঠে। সাধারণ মানুষের পক্ষে সুপারি কেনা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ সময় সুপারির দাম কি কারণে যে বেশি হয় তা আমরা বুঝতে পারি না। এইসব পচা পোকাযুক্ত সুপারি আকার ভেদে প্রতি পিস সুপারিই আমাদের কিনতে হচ্ছে ৬ টাকা থেকে ৭ টাকা দামে। তিনি আরও অভিযোগ করে বলেন, এসব বাজার দর নিয়ন্ত্রণের কেউ নেই। যদি থাকতো তাহলে বাজার তদারকির মাধ্যমে এসব দেখা শোনা করতো। অতিসত্বর এসব বাজারের তদারকির জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছে পান খাওয়া ব্যক্তিরা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত