খুকুমণি

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২২, ১১:১৬ |  আপডেট  : ১২ এপ্রিল ২০২৪, ২০:১০

এম হাবীবুল্লাহ
 -----------------


খুকুমণি রাগ করেছে
থাকবে না আর বাড়ি
বাবার সাথে মায়ের সাথে
সে দিয়েছে আড়ি।

কেহ তাহার মন বোঝে না
দিচ্ছে বোঝা চাপিয়ে
দিনে দিনে খুকুমণি
যাচ্ছে যেন হাপিয়ে।

ভাই বোনেরা কেউ কাছে নেই
সবাই থাকে দূরে
তাদের জন্য সদাই তাহার
মনটা যায়রে পুড়ে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত