খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোড়েলগঞ্জে বিএনপির দোয়া অনুষ্ঠিত
 বাগেরহাট প্রতিনিধি
  বাগেরহাট প্রতিনিধি
                                    
                                    প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:৩৯ | আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:১৮
 
                                        
                                    বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে শুক্রবার জুমাবাদ ফেরিঘাট জামে মসজিদ ও কাঁলচাদ মাজার জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাড়াও এতিমদের নিয়ে মিম কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন ফকির, হারুন জোমাদ্দার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মিঠু, সাইফুল ইসলাম মুন্সী, মো. আব্বাস মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস, সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমু, উপজেলা তাঁতীদলের সভাপতি দুলাল শিকদার, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রোকনুজ্জামান উজ্জল, এসএম কলেজ ছাত্রদলে আহবায়ক শাহাদৎ হোসেন শুভ, উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক তালুকদার রনি, পৌর ছাত্রদল সদস্য সচিব আরিফুল ইসলাম অনি, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান রানা প্রমুখ। দোয়া শেষে ছোলমবাড়িয়া নূরানি মাদ্রাসার ২৫ এতিমদের মাঝে সুন্নতি পোশাক টুপি প্রদান করেন বিএনপি নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            