ক্ষত
প্রকাশ: ১৪ মে ২০২১, ০৯:২১ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৪:২২
ক্ষত নয় অক্ষত হয়ে সমুখে বসো
অপরিহার্য বলে আসলে কিছু নেই
বলতে বলতে এত কথা কেউ বলে?
তুমি কী বাচাল নাকি অকালকুষ্মাণ্ড
হরিদাস পাল? নাকি রহিমের বড়
ভাই জিন্নাহ? জীবন গড়িয়ে এখন
দু'পথের দু'দিকে!ভাষা ও অভিজ্ঞান
আজ মুড়ো হতে হতে ভেঙে ভেঙে
পড়ে। যে দেশে রবিবাবুর জ্ঞানের
বহর নিয়ে আর্দশ নিয়ে প্রশ্ন উঠতে
পারে সেদেশে তুমি আমি কে বলো
দেখি?যে অভিগ্রহণ জীবন দু'টুকরো
করে দেয় তার কী খুব প্রয়োজন ছিল?
আলোর রহস্য সরিয়ে মানবিকবোধের
কাছে থিতু হয়ে বসো কোনো স্তব্ধতা
নয় এ এক অপার বিস্ময় !ব্যর্থ সময়
ব্যেপে অচেনা অভিঘাত আর মর্মনাশ
সোজা হয়ে দাঁড়াও নইলে ধর্মের যাতা-
কল তোমাকে পিষে মারবে! সামান্যই
যখন অসামান্য হয়ে যায় তখন ঘাতকের
মুখাপেক্ষী কে হতে চায় বলো দেখি?
স্তিমিত আলোয় নিঃসঙ্গ পথও ক্রমশ
অদৃশ্য হয়ে যায় আর চেনা চোখও
অচেনা হয়ে ওঠে মুহূর্তেই শুধু আবছা
আলোয় যেটুকু দেখা যায় দ্বিধা ও দূরত্ব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত