কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দোয়া ও আলোচনা সভা

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১৮:৩৯ | আপডেট : ৭ মে ২০২৫, ২০:৩৪

বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্টপুত্র আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে সরুইস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপি নেতা অধ্যাপক হাদিউজ্জামান হীরো, মেহেবুবুল হক কিশোর, আসাফেদ্দৌলা জুয়েল, মোঃ কামরুজ্জামান, নাজমুল হুদা, ওমর আলী মুন্না প্রমুখ। আলোচনা সভায় বাগেরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবুবক্কর সিদ্দিক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত