কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৬:৩০ |  আপডেট  : ১৭ মার্চ ২০২৫, ১৬:২৪

সাংবাদিকদের শীর্ষ সংগঠন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার আব্দুল্লাহপুর স্কুল এন্ড কলেজ রোড কুদরত আলী প্লাজায় অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে দুই শতাধিক সাংবাদিক সদস্য, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধি অংশ নেন।

কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর সাংবাদিক সমিতির সভাপতি ও পুরান ঢাকা প্রেসক্লাবের।যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গির আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু সাদিদ বিপ্লব-। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশক, টিভি মিডিয়ার শীর্ষ প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু, চ্যানেল এস ভাইস চেয়ারম্যান জামাল হোসেন পান্না, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জি.এম মাসুদ ঢালী, পুরান ঢাকা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, সাপ্তাহিক জনপ্রিয় সম্পাদক ইব্রাহিম মিয়া সাগর, ঢাকা জেলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম আমিন, কেরানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল গনি, এশিয়া বানী ইনিট প্রধান মিয়া আব্দুল হান্নান, দৈনিক চৌকস সম্পাদক এস.এম.নজরুল ইসলাম, প্রবীন সাংবাদিক মোঃ শাহ আলম শাহ, চ্যানেল এস বিশেষ প্রতিনিধি আসরাফুল হাসান জাকির , পুরান ঢাকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক ইসলাম, পুরান ঢাকা প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পুরান ঢাকা প্রেসক্লাব দপ্তর সম্পাদক মোহাম্মদ ফয়সাল, পুরান ঢাকা প্রেসক্লাব মহিলা সম্পাদক প্রিয়া চৌধুরী, পুরান ঢাকা প্রেসক্লাব সদস্য দেবাশীষ মজুমদার, পুরান ঢাকা প্রেসক্লাব সদস্য অনুমিতা মন্ডল,মুসলিম উদ্দিন আহম্মেদ,মোঃ মনির হোসেন,মোঃ আফসার উদ্দিন,মোঃ আবু সাদিদ বিপ্লব,মোঃ নিলয় ওয়াহিদ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত