কেরানীগঞ্জে আ.লীগের সমাবেশ আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬

দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ এই সমাবেশ কর্মসূচি পালন করবে। 

সমাবেশ সফল করতে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন। শান্তি সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

তিনি বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জিনজিরার পুরাতন বাস স্ট্যান্ড রোডে এই সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ। বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত