কেন ঢাকা সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৮:১১ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২

ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক ব্যস্ততার কারণে এশিয়ার পাঁচটি দেশ সফরের পরিকল্পনা বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফর তালিকায় থাকা বাংলাদেশের ঢাকা সফরও এর অন্তর্ভুক্ত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, সফরের মূল কারণ হিসেবে ইউক্রেন ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনার প্রেক্ষাপটে ন্যাটো জোটে ইতালির সক্রিয় ভূমিকার দিকটি সামনে এসেছে।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল মেলোনির। সফরের সময় তিনি তার কন্যাকে সঙ্গেও নিয়ে আসতেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, মেলোনির সফর ঘিরে ঢাকা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ছিল। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকও নির্ধারিত ছিল।
একজন কূটনীতিক জানান, মেলোনি প্রথমে বাংলাদেশে পৌঁছে এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে সফর করার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক টানাপোড়েনে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতাদের সঙ্গে সমন্বয় করাই এখন তার অগ্রাধিকার। এই কারণেই তিনি সাময়িকভাবে এশিয়া সফর থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে সফর বাতিলের খবর আসার পরও বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক)-এর আওতায় জর্জিয়া মেলোনিকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) হিসেবে ঘোষণা করা হয়েছে ৩০ ও ৩১ আগস্টের জন্য।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত