স্বর্ণালংকার উদ্ধার

কুমিল্লা থেকে জীনের ভয় দেখিয়ে প্রতারণাকারী তান্ত্রিকের সহযোগী আটক

  শাহনাজ বেগম

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৪০ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৭

কুমিল্লা থেকে জীনের ভয় দেখিয়ে প্রতারণাকারী তান্ত্রিকের এক সহযোগী আটক ও স্বর্ণালংকার উদ্ধার করেছে মুন্সীগঞ্জ সিআইডির একটি টীম।মুন্সীগঞ্জ থানার মামলা নং ৬০, তাং- ২৯/০৮/২০২২ খ্রিঃ, ধারা- দন্ডবিধি: ৪২০/৪০৬/৩৪ সংক্রান্তে সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম এর নির্দেশনায়  বিশেষ পুলিশ সুপার  মুন্সীগঞ্জ জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক তত্ত্ববধানে সিআইডি মুন্সিগঞ্জ এর একটি টিম অভিযান পরিচালনা করে। 

২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় বর্ণিত মামলার তদন্তে প্রকাশিত সহযোগী আসামি মোঃ শরীফ হোসেন (২৩)-কে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন  হাড়িখোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোঃ শরিফ হোসেন (২৩) কে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানোমতে তার বসতবাড়ি হতে আত্মসাৎকৃত আনুমানিক ০৯( নয়) ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার [৪ টি স্বর্ণের হার,  ০১ (এক) জোড়া স্বর্ণের রুলি, ০১(একটি) টিকলি, ০২ (দুই) জোড়া কানের দুল, ০১ (একটি) আংটি] উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে প্রতারণার কাজে সহায়তা করে স্কুল পড়ুয়া ছাত্রী, মহিলাদের নিকট হতে স্বর্ণ, গহনা, টাকা কুরিয়ার সার্ভিস এবং বিকাশের মাধ্যমে গ্রহণ করতো। জীনের ভয় দেখিয়ে প্রতারণা করে তান্ত্রিক কবিরাজের সহযোগী হিসেবে অনলাইনে দেশের বিভিন্ন স্থানের ঠিকানা ব্যবহার করে সে আর্থিকভাবে লাভবান হতো।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে ২৭/০৯/২০২২ খ্রিঃ ১৩.২০ ঘটিকায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। প্রতারক চক্রটিকে উদ্ঘাটনের জন্য মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত