কুমিল্লাসহ বাড়ি ছেড়ে যাওয়া জঙ্গি সম্পৃক্ততায় গ্রেফতার ৭ জন
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ০৯:৫২ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৬
জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ জনসহ মোট ৭ জনকে ঢাকার আশপাশের এলাকা থেকে গ্রেফতারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (০৫ অক্টোবর) দিনগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) ভোর রাত ৩ টার দিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়েছিল বেশ কয়েকজন। এসব ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তাদের অবস্থান শনাক্ত করে। বুধবার দিনগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার আশপাশের এলাকা থেকে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেথ করেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত