কালকিনিতে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪২ | আপডেট : ১১ মে ২০২৫, ১৫:০৬

মাদারীপুরের কালকিনিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় ডাসার বিএনপির কার্যালয়ে নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু পেমেন্দ্র নাথ সরকার এর সভাপতিত্বে ও বিএনপি নেতা জ্ঞানেন্দ্রনাথ মল্লিক এর পরিচালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, ডাসার বিএনপির সভাপতি মাস্টার মোঃ আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান, কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কালকিনি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপি নেতা মৃনাল কান্তি, হরশিত মল্লিক, উজ্জ্বল হালদার, মিহির কান্তি বিচশ্বাস, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বেপারী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ আফজাল হোসেন, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শিকদার মামুন প্রমুখ।
বক্তারা উক্ত অনুষ্ঠান আয়োজন করার প্রধান অতিথি আনিসুর রহমান তালুকদারকে ধন্যবাদ জানান এবং তাকে দলমত নির্বিশেষে গনমানুষের নেতা বলে আখ্যায়িত করেন। শুভেচ্ছা বিনিময় শেষে হিন্দু সম্প্রাায়ের মাঝে ২ শতাধিক পাঞ্জাবি বিতরন করেন কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান খোকন তালুকদার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত