কালকিনিতে মাছের পোনা অবমুক্ত
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫১ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২০:৪২
"জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার নির্বাচিত ১৫টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেশীয় প্রজাতির ছোটমাছ ও কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদান, উপজেলা সহকারি কমিশন ভূমি মোঃ ইমরান খান, সদ্য যোগদানকারী উপজেলা সহকারি কমিশন ভূমি মোঃ কায়েসুর রহমান ও কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত