কালকিনিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু
প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ১৯:৩৭ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ২২:১৩
মাদারীপুরের কালকিনিতে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হয় আসফার উদ্দিন ঢালী নাম ৪০ বছর বয়সী এক ফার্নিচার দোকানী মারা গেছেন।
বৃহস্পতিবার(৭ এপ্রিল) কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমণি বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমদাদ হাসান।
স্থানীয়দের বরাতে এমদাদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে সূর্য্যমনি বাজারে ফার্নিচারের দোকান দিয়ে ব্যবসা করে আসছে আফসার উদ্দিন ঢালী। তিনি নিজেই কর্মচারী নিয়ে ফার্নিচারের কাজ করতেন। সকালে নিজ দোকানে ফার্নিচারের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে পেচিয়ে যায় হাত। পরে দোকানের এক কর্মচারী এসে তাকে তারের সাথে জড়ানো দেখতে পায়। পরে স্থানীয়রা খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমদাদ হাসান আরো বলেন, নিহত আফসার উদ্দিন ঢালী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ চরসুন্দী গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়। এ ঘটনায় কালকিনি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত