কালকিনিতে আবারও  বোমা বিস্ফোরণ, আতন্তিত এলাকাবাসী

  শফিক স্বপন মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯ |  আপডেট  : ৪ মে ২০২৪, ১৬:৩৭

মাদারীপুর কালকিনি উপজেলার সিডিখান এলাকায় আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত এক মাসে চার বার বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকাটিতে আতঙ্ক বিরাজ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮ টার দিকে কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন এলাকার বাচ্চু তালুকদার এর রান্না ঘরে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে। কোন কারন ছাড়াই হঠাৎ এমন বেমা বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর বিকালে হঠাৎ করেই কালকিনি উপজেলার সিডিখান এলাকার সুজন পেদার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

গত এক মসের ব্যবধানে সিডি খান ইউনিয়ন এর আরো দুটো স্থানে বোমা বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে। কে বা কারা এমন বোমাবাজী করছে বলতে পারছেন এলাকাবাসী।

তবে এলাকাবাসীরা ধরনা করছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই একটি পক্ষ বোমা বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান মোল্লা বলেন, আজ সকালে বোমা বিস্ফোরণ হয়েছে এলাকায়। এ মাসে আরো তিন বার বোমা বিস্ফোরণ হয়েছে। এতে এলাকায় সাধারণ মানুষ আতঙ্কিত। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আতঙ্ক সৃষ্টির জন্য বারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। এরআগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। আমরা বোমা বাজী বা মারামারি চাই না। আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, এলাকটিতে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। যার ফলে এমন ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। আমার এলাকায় পুলিশি তৎপরতা বাড়িয়ে যারা বোমা বিস্ফোরণ এর ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত