কাউনিয়া বালিকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার ৫০ বছর পর নিজস্ব শহীদ মিনারে শ্রদ্ধা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:৩১

কাউনিয়া বালিকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার ৫০ বছর পর নিজস্ব শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার সুযোগ পেল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। এতদিন তারা অন্য বিদ্যালয়ের মাঠে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করতো। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম এর প্রচেষ্ঠায় নিজস্ব তহবিল থেকে বিদ্যালয় মাঠে শহীদ মিনার নির্মাণ করা হয়।

সোমবার নতুন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শহীদ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক দিপ্তী রাণী, সহকারী শিক্ষক হাসনা পারভীন মুক্তি, তানজিন সুলতানা, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র, তারা চন্দ্র বর্ম্মন প্রমূখ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত