কাউনিয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ভিজিএফ (ক্যাশ) বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ  

প্রকাশ: ৯ মে ২০২১, ১৭:৫৭ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (ক্যাশ) রবিবার পরিষদ মাঠে বিতরণের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (ক্যাশ) বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইউপি সচিব আকরাম হোসেন, ইউপি সদস্যবৃন্দ প্রমূখ। বালাপাড়া ইউনিয়নে ৮হাজার ৯শত ৮৯ জন কে ৪৫০ টাকা করে মানবিক সহয়তা প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত