কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আনন্দ র্যালি
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৬:৩০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২৩:৩২
কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কাংখিত ও বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র্যালি শনিবার অনুষ্ঠিত হয়।
উপজেলা দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে এসে শেষ হয়। উদ্বোধন অনুষ্ঠিান উপভোগ করারা জন্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, শহীদবাগ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, সহ সভাপতি আব্দুল জলিল, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, সাধারন সম্পাদক দীলদার আলী, আওয়ামী লীগ নেতা আশরাফুল আরেফিন হিমেল, হাবিবুর রহমান হাবিব, ভানুজা প্রসাদ, মশিয়ার রহমান মুশি, জগদিশ সিংহ, আতাউর রহমান, সেতু রানী, আবেদ আলী, মদন কুমার, ফুলমিয়া, যুবমহিলা লীগ সভাপতি হাসনা পারভীন মুক্তি, ছাত্র লীগ নেতা জামিল হোসেন প্রমূখ। মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন পর্যন্ত সকলে অডিটরিয়ামে অবস্থান করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত