কাউনিয়ায় ৩দিন ব্যাপি মাংস ব্যবসায়ী প্রশিক্ষণ সমাপ্ত
প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১৪:৪১ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৭
জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেল্থ সার্ভিস জোরদার করণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল এর আয়োজনে ৩দিন ব্যাপি মাংস ব্যবসায়ী প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে ৩দিন ব্যাপি মাংস ব্যবসায়ী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক বিভাগীয় প্রানী সম্পদ দপ্তর রংপুর ডাঃ মোহাঃ ইসমাইল হক। প্রশিক্ষণ প্রদান করেন কোর্স কো-আডিনেটর ডাঃ মকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডাঃ শাকিল আহম্মেদ, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ফিল্ড ফেসিলেটর মোস্তাক আহম্মেদ লাকু, মাংস ব্যবসায়ী আবু তাহের প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার ৩০জন মাংস ব্যবসায়ী অংশ গ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত