কাউনিয়ায় ২০০ কৃষকের মাঝে বিনা মূল্যে নাবি জাতের ধান বীজ বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১৯:১৩ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৬

কাউনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২০২১-২০২২ অর্থবছরে আপতকালীন বীজতলা তৈরীর নিমিত্তে পূর্ণবাসন কর্মসূচির আওতায় রোপা আমন (খরিপ-২) কর্মসূচী বাস্তবায়নে কৃষকের মাঝে বিনামূল্যে নাবী জাতের ব্রি ধান বীজ সোমবার বিতরণ করা হয়।

কৃষি অফিসের সামেন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা খোরশেদ আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজোয়ানা বেগম, সংবাদিক জুলহাস হোসেন সোহাগ প্রমূখ। উপজেলার ২০০ চাষির মাঝে ৫ কেজি করে নাবি জাতের ধান বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ব্রি ৩৪ জাতের ১৬৪ জন এবং ব্রি ২৩ জাতের ৩৬ জন চাষিকে এ বীজ বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত