কাউনিয়ায় ১মাস ১৯দিন পর আসলো প্রবাসী রুহিত হাছানের লাশ!

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২১ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৫৯

 কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার মায়া বাজার হাজী পাড়া গ্রামে ১ মাস ১৯ দিন পর দক্ষিণ কোরিয়া থেকে আসে প্রবাসী রুহিত হাছান বাবু (২৯) লাশ। গত শনিবার রাত ৮ টা ২৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার ঊণ-৯৮০৮ নং ফ্লাইটে হযরত শাহ জালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে তার লাশ আসার পর পরিবারের লোকজন কাছে লাশের কফিন হস্তান্তর করা হয়। রুহিত হাছান বাবুর লাশ রবিবার ভোরে নিজ বাড়িতে পৌঁছিলে এক হৃদয় বিদারক দৃর্শ্যরে অবতারণা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার হারাগাছ পৌর সভার মায়া বাজার হাজী পাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার এক মাত্র পুত্র রুহিত হাছান বাবু প্রায় ৭ বছর আগে স্বপ্নের দেশ বিত্ত বৈভবের দেশ দক্ষিণ কোরিয়ায় সংসারে স্বচ্ছলতা আনতে পারি জমায়। এতে তার পিতার মোটা অংকের ঋণ হয়। প্রথম দিকে ভিসা জটিলতা সমস্যায় পরে। কিছু দিন পরে টাকা পাঠিয়ে পিতাকে ঋণ মুক্ত করে। কিছু দিনের মধ্যে দেশে এসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। যখন সুখের মুখ দেখতে শুরু করে গোটা পরিবার তেমনি সময়ে চলে আসলো দুঃসংবাদ।

 দক্ষিণ কোরিয়ার ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া থেকে জানানো হয় অসুস্থ রুহিত কে কোরিয়ার সুয়ন শহরের আজউ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ১জানুয়ারি আসে মৃত্যুর খবর। দিশেহারা হয়ে পরে পিতা-মাতা। সরকারের কাছে রুহিতের লাশ দেশে আনার জন্য আবেদন করা হয়। সরকার কোরিয়ায় নিয়োজিত রাষ্ট্রদূতের মাধ্যমে ১ মাস ১৯ দিন পর দেশে নিয়ে আসে রুহিতের লাশ। গত রবিবার দুপুরে হারাগাছ মায়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে রুহিত হাছান কে দাফন করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত