কাউনিয়ায় ১দিন পর ডোবায় পাওয়া গেল বৃদ্ধার লাশ!  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬ |  আপডেট  : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৯

কাউনিয়ায় নিখোঁজের পরদিন মঙ্গলবার বাড়ির পিছনে ডোবায় পাওয়া গেল সহিজন বেগম (৮১) নামের বৃদ্ধ নারীর লাশ।   থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ গ্রামের মৃত আঃ রহমানের স্ত্রী সহিজন বেগম সোমবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পাড়া প্রতিবেশিসহ আত্মীয় স্বজনের বাড়িতে সহিজনের খোঁজ খবর নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। তবে মঙ্গলবার দুপুরে এক প্রতিবেশি বাড়ির পিছনে শাহাবাজ গ্রামে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের ধারে ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় এক নারীর লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরিবারের লোকজনসহ নিমিষেই শত শত উৎসুক মানুষের ভীড় জমে যায় ডোবার পাড়ে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ডোবার মাঝ দিয়ে সরু একটি রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে স্থানীয় এক দোকানে কেনা কাটা করে বাড়িতে ফেরার পথে হয়তো পা পিছলে ডোবার পানিতে পরে ডুবে গিয়ে তিনি মারা যান। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ ডোবা থেকে বৃদ্ধ  নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত