কাউনিয়ায় স্ত্রী হত্যার দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার
প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৪:৫৭ | আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৪:০৬
কাউনিয়ায় স্ত্রী হত্যার দায়ে বিজ্ঞ আদালতের দেওয়া ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম কে কাউনিয়া থানা পুলিশ ১৭ বছর পর গত শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, উপজেলার আরাজী হরিশ্বর গ্রামের এন্তার আলীর পুত্র মোঃ শহিদুল ইসলাম তার স্ত্রী কে ১৭ বছর আগে হত্যা করে। এ ব্যাপারে তৎকালীন সময়ে রংপুরের নারী শিশু নির্যাতন দমন আদালতে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলায় স্বাক্ষী প্রমানে শহিদুল ইসলাম দোষী সাব্যস্ত হলে বিজ্ঞ আদালত আসামির অনুপস্থিতিতে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। ১৭ বছর পলাতক থাকা আসামি কে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল।
অবশেষে তথ্য প্রযুক্তির সাহার্য্য লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকা থেকে শহিদুল ইসলাম কে কাউনিয়া থানা পুলিশ হাতিবান্ধা থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত