কাউনিয়ায় সাংবাদিকের পিতা ময়েন উদ্দিনের দাফন সম্পন্ন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৩০
রংপুরের কাউনিয়া উপজেলা থেকে প্রকাশিত প্রত্যাশার আলো পত্রিকার সাংবাদিক ও কাউনিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জহির রায়হান এর পিতা আলহাজ¦ ময়েন উদ্দিন দীর্ঘদিন যাবত বাদ্ধক্ষজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে গত রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয় ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
সমবার দুপুর ২টা ৩০ মিনিটে তার জানাযার নামাজ গাজীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সাংবাদিক, শিক্ষক, সূধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ অংশ গ্রহন করে। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে স্ত্রী, ৪ছেলে, ৩মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আতœার মাগফেরাত কামনা ও গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মকুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদ কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত