কাউনিয়ায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কাজ করছে শিক্ষা বিভাগ
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১৮:০১ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৫
করোনা অতিমারীর কারনে কাউনিয়ায় শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে নিতে কাজ কারছে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ। সরেজমিনে কাউনিয়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে বছরের ১ম দিনে যেন ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিতে পারেন সে জন্য আগে থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই দিচ্ছেন শিক্ষা দপ্তর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষদের তাদের চাহিদা অনুযায়ী নতুন বই তুলে দিতে দেখা গেছে। সকাল থেকে সন্ধা পর্যন্ত বই বিতরণের কাজ করছে শিক্ষাদপ্তরের সাথে যুক্ত কর্মকর্তা কর্মচারী এবং সম্মানীত শিক্ষকগন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার জানান, শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত আমরা যে বই পেয়েছি তা বিভন্ন বিদ্যালয়ের চাহিদা অনুপাতে বিতরণ করার চেষ্টা করছি। বছরের শুরুতেই যেন ছাত্র-ছাত্রীরা বই পায় এবং পড়া লেখায় মননিবেশ করতে পারে সে লক্ষ্যে কাজ করছি। মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চাহিদা অনুপাতে সকল বই না পেলেও আমরা চেষ্টা করছি বছরের শুরুতেই যেন ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিতে পারি। এমনিতেই ছাত্র-ছাত্রীদের কিছুটা ক্ষতি হয়েছে, আগামীতে যেন তারা সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারে সে লক্ষ্যে নতুন বই বিতরণ ও শিক্ষদের নির্দেশনা দিচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন জানান, আশা করছি কাউনিয়ায় নতুন বই এর কোন সংকট হবে না এবং ছাত্র-ছাত্রীরা মনের আনন্দে নতুন বই নিয়ে পাঠ শুরু করবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত