কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৫৫ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউনিয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ছাওয়াব এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার শহীদবাগ ইউনিয়নের সাব্দি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সেকেন্দার আলী বিএসসি। বক্তব্য রাখেন শহীদবাগ ইউনিয়ন জামায়তে ইসলামি সভাপতি সরকারী অধ্যাপক মাওলানা মোঃ এমদাদুল হক, শহীদবাগ বিএনপি'র সহ-সভাপতি আজিজুল ইসলাম, কোষাধক্ষ্য নাজির হোসেন বাবু, সওয়াব সংগঠনের ভলান্টিয়ার সোহেল রানা, রাশেদুল ইসলাম প্রমূখ। কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত