কাউনিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:০৯
কাউনিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় গত সোমবার পালন করা হয়। এ উপলক্ষে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে উপজেলা প্রসাশন, মুক্তি যোদ্ধা সংসদ, কাউনিয়া থানা, আওয়ামী লীগ, বিএনপি, কাউনিয়া কলেজ, কাউনিয়া মোঃ হোঃ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, সাংবাদিকদের সংগঠন সহ বিভিন্ন সহযোগী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করা হয়।
উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষে শহীদ মিনারে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া ও নির্বাহী অফিসার তাহমিনা তারিন পুষ্পমাল্য অর্পণ করে। পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত