কাউনিয়ায় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০ |  আপডেট  : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৬

রংপুরের কাউনিয়া উপজেলায় মসজিদের সামনে থেকে আবারও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে উপজেলার বটতলা মৌজার শিবু বাগবাড়ি বটতলা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফজলুর রহমান (৫৫) জানান, তিনি তার কালো ব্লু রঙ্গের পালসার-১৫০ সিসি মোটরসাইকেলটি (ইঞ্জিন নং- DHXPSM৯১১১৯, চেসিস নং- PSUA১১০ণ৮STB৭৪৫৫২) হ্যান্ডেল লক অবস্থায় মসজিদের সামনে রেখে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজ শেষে বের হয়ে এসে তিনি দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। চোরেরা হ্যান্ডেল লক ভেঙ্গে ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফজলুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনার পরপরই আমরা অভিযোগ গ্রহণ করেছি। মোটরসাইকেল উদ্ধারে মাঠে কাজ করছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ কাউনিয়ায় এপর্যন্ত চুরি যাওয়া কোন মটর সাইকেল পুলিশ উদ্ধার করতে পারে নি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত