কাউনিয়ায় ভিক্ষুক আঃ রহিম ভিক্ষা করতে এসে পথেই মারা গেলেন!
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৯ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:২৮
কাউনিয়ায় ভিক্ষা করতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পথেই মারা গেলেন ভিক্ষুক আব্দুর রহিম (৭৫)। পরে স্থানীয় লোকজন তার মৃত দেহ বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনা টি ঘটেছে সোমবার সকালে নিজপাড়া গ্রামে ওয়াপদা বাঁধের রাস্তার উপরে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চরগকুন্ডা গ্রামের আঃ করিমের পুত্র আব্দুর রহিম (৭৫) সোমবার সকালে কাউনিয়া উপজেলার নিজপাড়া ওয়াপদা বাঁধের ধারে গৃহস্থদের বাড়িতে ও স্থানীয় হাট বাজারে প্রতি সপ্তাহের ন্যায় ভিক্ষা করতে আসেন। হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। স্থানীয় লোকজন দৌঁড়ে গিয়ে দেখেন তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অনেকেই বলছেন যার মৃত্যু যেখানে নাও ভাড়া করে যায় সেখানে। বালাপাড়া ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত