কাউনিয়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৯ | আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০১
কাউনিয়ায় রাস্তা পাড় হওয়ার সময় চলন্ত বাসের ধাক্কায় আব্দুল জলিল নামে এক পথচারী নিহত হয়েছেন। গত বুধবার উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বিজলের ঘুন্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল জলিল কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন সিদ্দিকবাজার গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বৃদ্ধ আব্দুল জলিল বিজলের ঘুন্টি বাজারে দোকানে দোকানে ভিক্ষা করছিলেন। এক পর্যায়ে তিনি রংপুর কুড়িগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা চলন্ত যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশের ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় বাসের চালক সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত