কাউনিয়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪০ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:৪১

কাউনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা পরিষদ সভা কক্ষে বুধবার নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা বক্তব্য রাখেন টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, কনসালটেন্ট (সার্জারী) ডাঃ খন্দকার মমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ও সদস্য সচিব রেবেকা ইয়াসমীন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিপুটি ম্যানেজার ব্র্যাক বেগম সুফিয়া, এসোসিয়েট অফিসার মোছাঃ বিলকিছ বেগম প্রমূখ। বক্তাগন বাল্য বিয়ে বন্ধের উপর বিভিন্ন মতামত প্রদান করেন এবং সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত