কাউনিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৯ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৬

স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় কাউনিয়া প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃকদিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়। কাউনিয়া প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে শনিবার প্রাণিসম্পদ প্রদর্শনীর ভার্চুয়ালী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

উদ্বোধন শেষে আলোচনা সভা সহকারী কমিশনার (ভুমি) মনোনীতা দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আক্তার, ভিএস ডাঃ সাকিল আহমেদ, এলইও ডাঃ আহসান হাবীব, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমন, খামারী জুলফিকার হায়দার, ইদ্রজীত ভুট্টু, রাশেদুল কবির প্রমূখ। আলোচনা শেষে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রদর্শণীতে বিভিন্ন প্রজাতির প্রাণীর ৪০টি স্টল স্থান পায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত