কাউনিয়ায় প্রথম খবরের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:০৬ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ২০:৪০
রংপুরের কাউনিয়ায় উত্তর জনপদের বহুল প্রচারিত দৈনিক প্রথম খবর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। প্রথম খবর কাউনিয়া প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার মুকুল, যুগান্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস বসুনিয়া, কাউনিয়া প্রেসক্লাবের সম্পাদক সাইফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদাপর্ণ করেছে দৈনিক প্রথম খবর। নির্ভীকতার মাধ্যমে সমাজে বিদ্যমান নানা খবর জনসম্মুখে তুলে ধরে আসছে পত্রিকাটি। সামনের দিনেও দেশ তথা সমাজ উন্নয়নে দায়িত্বশীল এ কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে কেককাটা শেষে দেশের কল্যাণ ও প্রথম খবরের উত্তরোত্তর সাফল্য-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত