কাউনিয়ায় পুলিশের অভিযানে ৪ জুয়ারু আটক

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৫

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লার নির্দেশে কাউনিয়া থানা পুলিশ জুয়া বিরোধী অভিজান চালিয়ে জুয়ার সরাঞ্জাম সহ চার জুয়ারু কে গত বুধবার রাতে আটক করে।

থানা সূত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামের দুলাল মিয়ার বাড়িতে অর্থের বিনিময়ে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরাঞ্জামসহ সোনাতন গ্রামের আনারুল হকের পুত্র মোঃ দুলাল মিয়া (২৮) একই গ্রামের মৃত আজিজুল হকের পুত্র মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (৩৫) মিলন মিয়ার পুত্র মোঃ মিরাজ মিয়া (২২) ও আব্দুস সালাম মিয়ার পুত্র (২৮) কে পুলিশ গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানন, জুয়ারুদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত