কাউনিয়ায় পাল্টে দিয়েছে গ্রামের চিত্র, ২য় পর্যায়ে ৪০০ পরিবারে আনন্দের বন্যা

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩ জুলাই ২০২১, ১৯:৫৩ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৮

কাউনিয়ার সারাই ইউনিযনে ৫শ্রেনীতে পড়া মর্জিনা, সংসার কি বোঝার বয়সই হয়নি তখনই তার বিয়ে হয় রঞ্জুর সাথে। খেলার বয়সে যখন সংসার নামক সাগরে পা দেয়,  এসে দেখে স্বামীর জমি জিরাত বলে কিছু নেই, অন্যের জমিতে চালা তুলে তাদের বসাবাস। স্বামীর আয় নেই বল্লেই চলে। এরই মাঝে জন্ম নেয় ২টি সন্তান। নিজের মাথা গোজার ঠাই নেই তার উপর ২টি সন্তান, তারাও কি তাহলে ভুমিহীন থাকবে ? নানা প্রশ্ন ঘুরপাক খায় তার মনে। একই কথা জানালেন মাস্ত বেগম, জমি-ভিটে কিছু না থাকায় স্বামী তাহের আলী আর সন্তানদের নিয়ে যেখানে রাত, সেখানেই কাত, অবস্থা তার। নুরুন নেছা জানান বিয়ের পর থেকে আজ এই মানুষের জমিতে কাল অন্য মানুষের জমিতে চালা তুলে তাদের সংসার জীবন। এরই মাঝে জানতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ ও ভুমিহীনদের ভুমি ও পাকা বাড়ি করে দিচ্ছে। আশায় বুক বাঁধে তারা। 

শেখ হাসিনার একটি উদ্যোগ পাল্টে দিয়েছে মর্জিনা, মাস্তু, নুরুন নেছার দুঃখ-দুদর্শায় ভরা জীবনের চিত্র। ১ যুগের যাযাবর জীবন ছেড়ে পরিবার নিয়ে রবিবার (২০ জুন) মর্জিনা, মাস্তু, নুরুন নেছা উঠল স্থায়ী ঠিকানা নতুন ঘরে। শুধু মর্জিনা, মাস্তু, নুরুন নেছা নয়, রংপুরের কাউনিয়া উপজেলায় ২য় ধাপে ৪০০টি গৃহ ও ভুমিহীন পরিবারকে রবিবার নতুন ঘর উপহার দিয়ছে সরকার। মুজিববর্ষ উপলক্ষে তাদের এসব ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ফলে এসব পরিবারে বইছে আনন্দের বন্যা। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা। ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি এসব সেমিপাকা ঘরে দুইটি শয়নক¶, একটি খোলা বারান্দা, একটি রান্না ঘর এবং একটি শৌচাগার আছে। 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান ২য় পর্যায়ে উপজেলায় ৬টি ইউনিয়নের মধ্যে সারাই সারাই জয়বাংলা নিবাসে ৬৪, হারাগাছ খানসামা পল্লীতে ৯৮, ধুমগারায় ১২০, একতায় ৮, কুর্শায় ২২, শহীদবাগে ৫৪, বালাপাড়ায় ১৭, টেপামধুপুরে ১৭টি মোট ৪০০ টি গৃহহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা জানান, মুজিববর্ষে ভ‚মি ও গৃহহীন সব পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। গত ২০ জুন সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর উপহার দিয়ে কার্যক্রম উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর উপহার দেওয়ার কার্যক্রম উদ্বোধনের পর কাউনিয়ায় ২ম ধাপে ৪০০টি গৃহহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হচ্ছে। 

ঘরগুলো নির্মাণে উপজেলা চেয়ারম্যান আলোয়ারুল ইসলাম মায়, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক সকলেই সহযোগতা করেছে। যেসব ভুমিহীন বাদ পড়েছে তাদের পরবর্তি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ঘর করে দেয়া হবে। সব মিলে কাউনিয়ায় ৫২০টি পরিবার নতুন পাকা বাড়ি পেয়ে বেজায় খুশি। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত