কাউনিয়ায় পাট চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:২১ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১

পাট রপ্তানি অব্যাহত রাখা এবং পাট খাতকে ঘিরে বিভিন্ন মহলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে কাউনিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বেইলিব্রীজ বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচিতে পাটচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহন করেন। এ সময় বক্তারা বলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাট দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। পাট ও পাটজাত পণ্য রপ্তানি অব্যাহত রাখা দেশের কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত। অথচ কিছু মহল ষঢ়যন্ত্রের মাধ্যমে এ খাতকে ধ্বংসের চেষ্টা করছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত