কাউনিয়ায় পশুর হাটে স্বাস্থ্য বিধির বালাই নেই, হামার গুলার করোনা হবার নয়

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ৩ জুলাই ২০২১, ১৯:৪৯ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯

কঠোর লকডাউনে কাউনিয়া উপজেলার বৃহৎ টেপামধুপুর কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে। কোরবানি ঈদের বেশ কিছু দিন বাকী থাকলেও হাটে ক্রেতাদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্য বিধি মেনে হাটে প্রবেশ করছেন না। 

সরেজমিনে শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে টেপামধুর পশুর হাটে ক্রেতাদের উপচেপড়া ভীর । ক্রেতা-বিক্রেতাদের দু একজনের মুখে মাস্ক ধাকলেও সিংহ ভাগ ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক। কারো কারো মাস্ক থুতলির নীচে কারো মাস্ক রয়েছে পকেটে। হাট ইজারাদার সচেতনতা মূলক মাইকিং করে দায় সারছেন। ভুলে মাস্ক ছেড়ে আসা ক্রেতাদের জন্য নেই মাস্কের ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। হাটে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে প্রশাসনের নেই তেমন কোন তৎপরতা। মাঝে মধ্যে স্বাস্থ্য বিধি নিশ্চিত করাতে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করলেও তা সীমিত আকারে। 

হাটে গরু বিক্রি করতে আসা কুষক নুর কাসিম মিয়ার মুখে মাস্ক নেই কেন জিজ্ঞেস করলে তিনি বলেন, হামার ইত্তি করোনা নাই বেহে, হামরা দিনমান রইদত কাম করি, হামাক করোনা ধরিবার নয়। আর মুই মাস্ক পরি থাইকপার পাওনা। এ রকম উক্তি অনেক ক্রেতা-বিক্রেতার। লকডাইনে হাট বসানো সম্পর্কে ইজারাদার বলেন আমরা স্বাস্থ্য বিধি মেনে হাট বসিয়েছি। ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য বিধি মেনে দুরুত্ব বজায় রেখে পশু কেনা বেচার জন্য কয়েক মিনিট পর পর মাইকে ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। তবুও প্রশাসন যদি হাট বন্ধ রাখতে বলেন আমরা হাট বন্ধ করে দিব। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন বলেন,হাটে স্বাস্থ্য বিধি মানাতে ইজারাদের বলা হয়েছে। এছারা আমরা টহল জোরদার করেছি। মানুষকে বোঝানোর চেষ্টা করছি। অনেকে মানতে চায় না, তাদের জরিমানা করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত