মঙ্গা তাড়ানো আমন ধান কাটা শুরু

কাউনিয়ায় ধানের বাম্পার ফলনে চাষীরা বেজায় খুশি

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১৫:৩৯ |  আপডেট  : ১৪ মে ২০২৫, ১১:৪৩

কাউনিয়ায় তিস্তার চরা লে আগাম জাতের মঙ্গা তাড়ানো আমন ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলন পাওয়ায় চাষীরা বেশ খুশি। চলতি আমন মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ধানের বাম্পার ফলনের আশা করছে চাষীরা। তবে আগাম জাতের ধানের ফলন পেয়ে চাষীরা বেশ খুশি হয়েছে। তিস্তার চরাঞ্চল চর পল্লমারি, চর নাজিরদহ, চর চতুরা, চর প্রাণনাথ, চর গোপীডাঙ্গা, চর ঢুষমারা, চর হয়বতখাঁ, চর গনাই, আজমখাঁ সহ ১৭টি চরা লে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। 

চাষীরা আগাম আলু রোপণের জন্য তাদের জমিতে আগাম জাতের ধান বিনা-৭,ব্রি-৩৩, ব্রি-৭২,ব্রি-৭৫, পারিজা জাতের ধান চাষ করেছেন। ইতি মধ্যেই স্বল্প পরিসরে ধান কাটা শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আগাম জাতের সব ধান কৃষকের গোলায় ওঠবে। আর ধান কাটার পর পরই শুরু হবে আলু রোপণের ধুম। চর নাজির দহ গ্রামের কৃষক আসাদুল ইসলাম বলেন তিনি ২বিঘা জমিতে আগাম ব্রি-৭৫ জাতের ধান চাষ করেছেন। ১০ দিন পরেই ধান কাটা শুরু হবে। তিনি আশাতীত ফলন পাবেন বলে আশা করছেন। 

একই গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন মঙ্গা তাড়ানো ধান বিনা-৭ ও ব্রি-৩৩ জাতের ধান চাষ করেছি। আগাম ধানের রোগ বালাই কম, দাম পাওয়া যায় ভাল, বিশেষ করে ধানের আটি বিক্রি হয় চড়া দামে, সর্ব্বপরি আগাম আলুর চাষ করা যায়। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে চলতি মৌসুমে উপজেলায় ১১৪২১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যেমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষাবাদ হয়েছে ১১৪৫০ হেক্টর জমিতে এর মধ্যে আগাম জাতের ধান ১৩৯৩ হেক্টর জমিতে। তার মধ্যে দেশি জাতের ধান চাষ করা হয়েছে ৮হেক্টর জমিতে। 

উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন জানান, সরকারি ভাবে নির্বাচিত কৃষকদের সার, বীজ দিয়ে সহায়তা করা হচ্ছে। উপ-সহকারী কৃষি অফিসাররা ক্ষেতের রোগবালাই, ইঁদুর নিধন, পাখির উপদ্রপ বিষয়ে নিয়মিত মাঠে গিয়ে পরামর্শ প্রদান করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে আমন ধানের বাম্পার ফলনের আশা করছি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত