কাউনিয়ায় দৈনিক যুগের আলোর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭
কাউনিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, আরিফা ফুড প্রোডাক্ট এর ব্যাবস্থাপনা পরিচালক আতাউর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি সুশান্ত সরকার, কাউনিয়া থানার এস আই আতিয়ার রহমান, অনলাইন প্রেস ক্লাব কাউনিয়ায় সহ সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারন সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, মোশাররফ হোসেন প্রমূখ।
এ সময় বক্তাগণ বলেন দৈনিক যুগের আলো মানবতার পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগের আলোর ধারাাবাহিকতা অব্যাহত থাকুক। দৈনিক যুগের আলো’র দীর্ঘ পথচলা আরও গতিশীল ও চিরজীবী হোক, এই শুভ কামনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত