কাউনিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:২০

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫দফা দাবিতে সারা দেশের ন্যায় কাউনিয়া উপজেলায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে বৃহস্পতিবার পূর্নদিবস কর্মবিরতি পালন করে। 

উপজেলা পরিষদে কর্মবিরতি পালন কালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ, পদোন্নতি, চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় কর্সূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত