কাউনিয়ায় জুম্মারপাড়ে স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টা

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:১৮ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ২০:৩৭

কাউনিয়ায় ৮ম শ্রেণির এক ছাত্রী কে স্কুল যাওয়ার সময় রাস্তা থেকে জোড় করে অপহরণ চেষ্টার অভিযোগ ওঠেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরীর বিরুদ্ধে। অপহরণের সময় কৌশলে ওই ছাত্রী অটোরিকশা থেকে লাফ দিয়ে অপহরণের হাত থেকে রক্ষা পায়। কাউনিয়ায় থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কুন্ঠিরাম গ্রামের বাসিন্দা নূরুল আমিনের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী জান্নাতী আক্তার (১৪) কে একই গ্রামের শাহাব আলীর পুত্র দুই সন্তানের জনক শিবু কুন্ঠিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মিলন মিয়া (৩০) বিবাহিত হওয়া সত্বেও প্রায় তাকে উত্যক্ত করত এবং প্রেম নিবেদন করে বিরক্ত করত। এঘটনায় একাধিক বার শালিশ বৈঠক হয়েছে। এর পরেও দপ্তরী মিলন মিয়া জান্নাতি কে প্রেম নিবেদন অব্যাহত রাখে ও নানা ভাবে ভয়ভীতি দেখায়।

ঘটনার দিন ২৪ জানুয়ারি জান্নাতি আক্তার ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে মিলন মিয়া ও তার সহযোগী শিরু মিয়ার পুত্র মন্টু মিয়া সহ অজ্ঞাত অটোরিক্সা যোগে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে স্কুল ছাত্রী মিলনের হাতে কামড় দিয়ে অটোরিক্সা থেকে লাফ দিয়ে দৌঁড়ে নিজ বাড়িতে চলে আসে। পরে পরিবারের লোকজন কে পুরো ঘটনাটি জানান। জান্নাতির মা সালেহা বেগম ওই দুই জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে। ভুক্তভোগির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত